মামুন ভাই তুমি এতো ভালো কেন?
লিখেছেন লিখেছেন এম এইচ রাসেল ১৩ জানুয়ারি, ২০১৪, ০৯:২২:৫৩ রাত
গতকাল সন্ধায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন শাহ আমানত হল শাখার সেক্রেটারী আমাদের প্রিয় ভাই মামুন হায়দার।
যেমন মেধাবী ছিলেন,তেমনি চরিত্রের দিক দিয়েও ছিলেন অনেক উপরে।
মামুন ভাইয়ের চরিত্র দেখে ক্যাম্পাসে অনেকের নাকি হিংসে হতো,সবাই বলাবলি করত এই ক্যাম্পাসের সবার
ছেয়ে যদি কনো ভালো লোক থেকে থাকে তাহলে সেই ব্যাক্তিটা হলো আমাদের সবার প্রিয় মামুন হায়দার ভাই।
সকালে ক্যাম্পাসে আমার এক বড় ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম;ভাইয়া আপনি মামুন ভাই সম্পর্কে কিছু জানেন?তিনি যা শুনালেন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি..
তিনি বললেন মামুন ভাই সেইলোক যার সাথে আমি একি রোমে রাত কাটিয়েছি;এতটুকু বলে তিনি থেমেগেলেন।
বড় একটা নিশ্বাস ছেড়ে বললেন ভাই আমার মাঝে মাঝে ওনাকে দেকলে
হিংসে করতাম, আর বলতাম মামুন ভাইয়ের মতো চরিত্র আমি কেনো অর্জন করতে পারিনি!!
আমার বড় ভাইয়ের কথাগুলো আমি শুনতেছিল;কখন যে হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে আসলো মামুন ভাই তুমি এতো ভালো কেনো??
ফোনটা কেটে দিয়ে অনেকক্ষন ভাবতেছি;আল্লাহ তার দ্বীনের জন্য বাগানের বাচাই করা সেরা ফুলটাইতো গ্রহন করে নেন..
আজ শুধু বলবো ও আরশের মালিক! মামুন ভাইয়ের রক্তের মধ্য দিয়ে হলেও এই পাহাড়ী ক্যাম্পাসে এবং সেই সাথে বাংলাদেশে তোমার দ্বীনের মুজাহীদেরকে বিজয় দান করো।
------------আমীন।
---||লেখকঃ এম,এ আলিম।
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন